২৪ নভেম্বরের এই দিনে

All Bangla Newspaper
5 min readNov 23, 2019

--

Tazreen Fashions Ltd.
Tazreen Fashions Ltd.

* ১৮৫৯ সালে এই দিনে চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পিসিস বইটি প্রকাশিত হয়।
* ১৯৭৬ সালে এই দিনে তুরস্কের পূর্বাঞ্চলীয় ছদ্দুরিন-মুরাদায়ি ভূমিকম্পে ৪০০০-৫০০০ জন মানুষের প্রাণহানি ঘটে।
* ২০১২ সালে এই দিনে বাংলাদেশের ঢাকা মহানগরীর উপকণ্ঠ আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানায় এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১৭ জন পোষাকশ্রমিক নিহত হয়।

* ১৩৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস, তিনি ছিলেন অরলিন্সের ডিউক।
* ১৬১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ উইলিয়াম, তিনি ছিলেন ইলেক্টর প্যালাটাইন।
* ১৬৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বারুচ স্পিনোজা, তিনি ছিলেন ডাচ দার্শনিক ও পণ্ডিত।
* ১৬৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন একাদশ চার্লস, তিনি ছিলেন সুইডেনের রাজা।
* ১৭১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শার্ল-মিশেল দ্য লেপে, তিনি ছিলেন ফরাসী পুরোহিত ও শিক্ষিকা।
* ১৭১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় আলী ইবনে হুসেন, তিনি ছিলেন তিউনিসিয়ার শাসক।
* ১৭১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরেন্স স্টার্ন, তিনি ছিলেন আইরিশ ঔপন্যাসিক ও ধর্মযাজক।
* ১৭২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যাক্সনির মারিয়া অমালিয়া, তিনি ছিলেন নেপলস ও সিসিলির রানী।
* ১৭২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার সুভোরোভ, তিনি ছিলেন রাশিয়ান ফিল্ড মার্শাল।
* ১৭৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্পেনের মারিয়া লুইসা, তিনি ছিলেন রোমান, জার্মান, হাঙ্গেরি ও বোহেমিয়ার রাণী।
* ১৭৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকারি টেইলার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।
* ১৮২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লো কল্লোডি, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক ও লেখক।
* ১৮৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিস হোডজসন বার্ণেট, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান ঔপন্যাসিক ও নাট্যকার।
* ১৮৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অঁরি দ্য ত্যুল্যুজ্-লোত্রেক, তিনি ছিলেন উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।
* ১৮৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্কট জোপ্লিন, তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।
* ১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়াস মার্টভ, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ।
* ১৮৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলবেন ডব্লিউ. বারক্লিল, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবী, রাজনীতিবিদ ও ৩৫তম উপরাষ্ট্রপতি।
* ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরিচ ভন ম্যানস্টাইন, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।
* ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেল ব্রাকেনরিডজ কার্নেগি, তিনি ছিলেন আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।
* ১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হার্বার্ট সাটক্লিফ, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও ব্যবসায়ী।
* ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিকি লুসিয়ানো, তিনি ছিলেন ইটালিয়ান বংশোদ্ভূত আমেরিকান ডেমোক্রেসি।
* ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাতেম আলী খান, তিনি ছিলেন একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।
* ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গারসন ক্যানিন, তিনি ছিলেন আমেরিকান পরিচালক ও চিত্রনাট্যকার।
* ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরাল্ডিন ম্যারি ফিট্‌জেরাল্ড, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
* ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিমন ফান ডার মিয়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ছিলেনডাচ সুইস পদার্থবিদ ও প্রকৌশলী।
* ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুং-দাও লি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।
* ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেনেথ ফ্রাঙ্ক ব্যারিংটন, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
* ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডেরিক জন টিটমাস, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও কোচ।
* ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড শ্নিটটেক, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত রাশিয়ান সাংবাদিক ও সুরকার।
* ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খলিফা বিন সালমান আল খলিফা, তিনি বাহরাইনের রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী।
* ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্কার রবার্টসন, তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও ক্রীড়াবিদ।
* ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিট বেস্ট, তিনি ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ ড্রামার ও গীতিকার।
* ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিলি কনোলি, তিনি স্কটিশ কমেডিয়ান, অভিনেতা ও গায়ক।
* ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টেড বান্ডি, তিনি আমেরিকান সিরিয়াল কিলার।
* ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমির নেমানিয়া কুস্তুরিৎসা, তিনি সার্বিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
* ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আয়ান বোথাম, তিনি ইংলিশ সাবেক ক্রিকেটার, ফুটবলার ও স্পোর্টসকাস্টার
* ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাজিব মিকাতি, তিনি লেবাননের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩১তম প্রধানমন্ত্রী।
* ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরুন্ধতী রায়, তিনি ভারতীয় লেখক, সমাজ কর্মী ও বুকার পুরষ্কার প্রাপক।
* ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রমেশ কালুবিতরাণা, তিনি সাবেক শ্রীলঙ্কার ক্রিকেটার।
* ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়েতা ভেনেগাস, তিনি আমেরিকান বংশোদ্ভূত মেক্সিকান গায়ক ও গীতিকার, গিটার ও প্রযোজক।
* ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন হ্যাঙ্কস, তিনি আমেরিকান অভিনেতা।
* ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাথরিন মারি হেইগেল, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
* ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কবির আলী, তিনি ইংরেজ ক্রিকেটার।
* ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া হাফল-রিয়েশ, তিনি জার্মান স্কিয়ার।
* ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেড্রো লেন, তিনি স্প্যানিশ ফুটবলার।
* ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম ওডেল, তিনি ইংরেজ গায়ক ও গীতিকার।
* ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সারা হিল্যান্ড, তিনি আমেরিকান অভিনেত্রী।
* ১৯৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইভি অ্যাডামো, তিনি সাইপ্রিয়ট বংশোদ্ভূত গ্রিক গায়িকা ও গীতিকার।
* ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাবিল বিন-তালেব, তিনি আলজেরিয়ার ফুটবলার।

  • ০৬৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সম্রাট কোতোকু, তিনি ছিলেন জাপানের।
    * ০৮৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মদ আল-জাওয়াদ, তিনি ছিলেন সৌদি আরবের ধর্মীয় নেতা।
    * ১৭৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উলিকার এলিয়োনোরা, তিনি ছিলেন সুইডেনের রানী।
    * ১৮৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম ল্যাম্ব, দ্বিতীয় ভিস্কবার মেলবোর্ন, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
    * ১৮৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কোমটে ডি লৌত্রামামন্ট, তিনি ছিলেন উরুগুয়ে বংশোদ্ভূত ফরাসি কবি ও লেখক।
    * ১৮৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলস অ্যাভেল্যান্ডা, তিনি ছিলেন আর্জেন্টিনার সাংবাদিক, রাজনীতিবিদ ও ৮তম রাষ্ট্রপতি।
    * ১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হিরম ম্যাক্সম, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত ইংরেজ প্রকৌশলী ও ম্যাক্সিম বন্দুকের আবিষ্কারক।
    * ১৯২৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জেস ক্লেমেনসো, তিনি ছিলেন ফরাসি চিকিৎসক, প্রকাশক, রাজনীতিবিদ ও ৭২তম প্রধানমন্ত্রী।
    * ১৯৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডিয়েগো রিভেরা, তিনি ছিলেন মেক্সিকান চিত্রশিল্পী ও ভাস্কর।
    * ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট সিসিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ।
    * ১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্র্যান্ড ডাচেস ওলগা আলেকজান্দ্রোভনা, তিনি ছিলেন রাশিয়ার তৃতীয় সম্রাট আলেকজান্ডারের কনিষ্ঠ সন্তান।
    * ১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লি হার্ভে অসওয়াল্ড, তিনি ছিলেন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির আততায়ী।
    * ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় আবদুল্লাহ আল-সালিম আল সাবাহ, তিনি ছিলেন কুয়েতের একাদশ শাসক।
    * ১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডি মার্কারি, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক।
    * ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন রোলস, তিনি ছিলেন আমেরিকান দার্শনিক, লেখক ও শিক্ষাবিদ।
    * ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার হেইলি, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক ও লেখক।
    * ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্যাট মোরিটা, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়কও চিত্রনাট্যকার।
    * ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সামাক সুন্দ্রাভেজ, তিনি ছিলেন থাইল্যান্ডের রাজনীতিবিদ ও ২৫তম প্রধানমন্ত্রী।
    * ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিক্টর টিকনোভ, তিনি ছিলেন রাশিয়ান আইস হকি খেলোয়াড় ও কোচ।
    * ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্লোরেন্স হেন্ডারসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়িকা ও টেলিভিশন ব্যক্তিত্ব।
    * ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবদুল বারী সিদ্দিকী, তিনি ছিলেন বাংলাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক।

#২৪_নভেম্বরের_এই_দিনে #historical_events_of_november_24

Originally published at https://allbanglanewspaper.net on November 23, 2019.

--

--

All Bangla Newspaper
All Bangla Newspaper

Written by All Bangla Newspaper

All Bangla Newspaper is the popular Bangladeshi online Newspaper publisher. Searching the quality Bangladesh Newspaper, Bangla News etc.

No responses yet