২৪ অক্টোবরের এই দিনে
* আজ জাতিসংঘ দিবস।
* আজ বিশ্ব উন্নয়ন তথ্য দিবস। ও
* আজ বিশ্ব পোলিও দিবস।
* ১২৬০ সালে এই দিনে মিশিরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুয কে গোপনে খুন করা হয়।
* ১৬৪৮ সালে এই দিনে ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
* ১৭৯৫ সালে এই দিনে পোল্যান্ড-লিথুনিয়ান কমনওয়েলথ অস্ট্রিয়া,প্রুশিয়া এবং রাশিয়া এই তিনটি ভাগে বিভক্ত হয়।
* ১৮৫৭ সালে এই দিনে ইংল্যান্ডের শিফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব,শিফিল্ড এফ. সি প্রতিষ্ঠিত হয়।
* ১৯০১ সালে এই দিনে এ্যানি এডিসন টেইলর, একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রাতন পার হন।
* ১৯১১ সালে এই দিনে অভরিল রাইট্ তাঁর আবিস্কৃত উরজাহাজে করে নর্থ ক্যারলিনাআর আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেরান।
* ১৯১২ সালে এই দিনে প্রথম বল্কান যুদ্ধঃ সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে।
* ১৯৪৬ সালে এই দিনে ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।
* ২০০৮ সালে এই দিনে “ব্লাডি ফ্রাইডে”, এইদিন বিশ্ব অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় ধ্বস নামে। শেয়ারবাজারের সূচক প্রায় ১০% পর্যন্ত নেমে যায়।
* ০০৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডোমিটিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
* ১৫০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসাবেলা, তিনি ছিলেন পর্তুগালের রানী।
* ১৬৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্থনি ভন লিউয়েনহুক, তিনি ছিলেন ডাচ্ অনুজীব বিজ্ঞানী।
* ১৭৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাহাদুর শাহ জাফর, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।
* ১৮০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলহেম এডুয়ার্ড ওয়েবার, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
* ১৮৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস এস শেরম্যান, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ২৭তম সহ-রাষ্ট্রপতি।
* ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টরিয়া উইজেন অভ ব্যাটেনবার্গ, তিনি ছিলেন স্পেনের রানী।
* ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শিশির কুমার মিত্র, তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
* ১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাফায়েল ট্রুজিলো, তিনি ছিলেন ডোমিনিকান সৈনিক, রাজনীতিবিদ ও ৩৬তম রাষ্ট্রপতি।
* ১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়, তিনি ছিলেন বাঙ্গালী লেখক।
* ১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেনগ দেহুই, তিনি ছিলেন চীনা জেনারেল ও জাতীয় প্রতিরক্ষা মন্ত্রীর প্রথম মন্ত্রী।
* ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেরহাত আব্বাস, তিনি ছিলেন আলজেরীয় রাজনৈতিক নেতা ও প্রথম রাষ্ট্রপতি।
* ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রমথেশ বড়ুয়া, তিনি ছিলেন ভারতীয় বাঙালি অভিনেতা পরিচালক চলচ্চিত্র নাট্যকার।
* ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এ.কে. গোলাম জিলানী, তিনি ছিলেন বাংলাদেশী সমাজ কর্মী।
* ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার জেলফন্ড, তিনি ছিলেন রাশিয়ান গণিতবীদ।
* ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিটো গোবি, তিনি ছিলেন ইতালীয় অভিনেতা ও গায়ক।
* ১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লক্ষ্মী সেহগল, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ও জাতীয় সেনাবাহিনীর কর্মকর্তা।
* ১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বোব কান, তিনি ছিলেন আমেরিকান লেখক ও অঙ্কনশিল্পী।
* ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ, তিনি ছিলেন ভারতীয় চিত্রকর।
* ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুসিয়ানো বেরিও, তিনি ছিলেন ইতালীয় সুরকার ও শিক্ষাবিদ।
* ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেনেথ ডোনাল্ড কেন ম্যাকে, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
* ১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন-ক্লোড পাসকাল, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও গায়ক।
* ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুলতান আহমাদ শাহ, তিনি ছিলেন মালায়শিয়ার বাদশাহ।
* ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহান গাল্টুং, তিনি ছিলেন নরওয়েজিয়ান সমাজবিজ্ঞানী ও গণিতবিদ।
* ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সোফিয়া গুবায়দুলিনা, তিনি রাশিয়ান বংশোদ্ভূত জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
* ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফেন কোভী, তিনি ছিলেন আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।
* ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়ের-জিল দ্য জেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
* ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট মুন্ডেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
* ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
* ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এফ. মারি আব্রাহাম, তিনি আমেরিকান অভিনেতা।
* ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রশীদ তালুকদার, তিনি ছিলেন বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
* ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন ক্যাম্পবেল, তিনি ছিলেন নিউজিল্যান্ডের পরিচালক ও প্রযোজক।
* ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন ক্লাইন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
* ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যালকম ব্লাই টার্নবুল, তিনি ছিলেন অস্ট্রেলীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও ২৯তম প্রধানমন্ত্রী।
* ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাইম হার্নান্দো গারজন ফোরেরো, তিনি ছিলেন বোগোতায় জন্মগ্রহণকারী বিশিষ্ট কলম্বীয় সাংবাদিক, কমেডিয়ান, আইনজীবী, শান্তিবাদী ও রাজনৈতিক বিদ্রুপাত্মক।
* ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিডি ওয়াং, তিনি আমেরিকান অভিনেতা।
* ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোমান আব্রামোভিচ, তিনি রাশিয়ান ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
* ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান রাফায়েল বিশপ, তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।
* ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তুহিন রহমান, তিনি বাংলাদেশী লেখক ও ঔপন্যাসিক।
* ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেভি লাইফাইমার, তিনি আমেরিকান সাবেক সাইক্লিস্ট।
* ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুয়ান পাবলো অ্যাঞ্জেল, তিনি কলম্বিয়ার ফুটবলার।
* ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মল্লিকা শারাওয়াত, তিনি ভারতীয় অভিনেত্রী।
* ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভান কাভিডেস, তিনি ইকুয়েডোরান ফুটবলার।
* ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মনিকা, তিনি আমেরিকান গায়িকা, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
* ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিলা টকিলা, তিনি সিঙ্গাপুরের বংশোদ্ভূত আমেরিকান মডেল, অভিনেত্রী ও গায়ক।
* ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েন রুনী, তিনি ইংরেজ ফুটবল খেলোয়ার।
* ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্রেইক, তিনি কানাডিয়ান রাপার ও অভিনেতা।
* ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন রুডি, তিনি ইংলিশ ফুটবলার।
* ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্টনি ভ্যান্ডেন বোর, তিনি বেলজিয়ামের ফুটবলার।
* ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিউডিপাই, তিনি সুইডিশ ইউটিউবার।
* ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিজা টেলর, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী।
* ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ জেহফালি, তিনি সৌদি আরবের আন্তর্জাতিক ফুটবলার।
* ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইলকেয় গুন্দোগান, তিনি জার্মান ফুটবলার।
* ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টাল, তিনি আমেরিকান বংশোদ্ভূত দক্ষিণ কোরিয়ার গায়ক ও ড্যান্সার।
- ০৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হিউ ক্যাপেট, তিনি ছিলেন ফরাসি রাজা।
* ১২৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সাইফ আদ্দিন কুতুজ, তিনি ছিলেন মিশরের মামলুক সুলতান।
* ১৩৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ ভাল্ডেমার, তিনি ছিলেন ডেনমার্ক রাজা।
* ১৫৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেন সেইমুর, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী।
* ১৬০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ট্যুকো ব্রাহে, তিনি ছিলেন ডেনিশ জ্যোতির্বিজ্ঞানী ও আলকেমিবিদ।
* ১৬৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিয়ের গাসেঁদি, তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
* ১৭২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেসান্দ্রো স্কার্লাটি, তিনি ছিলেন ইতালীয় সুরকার ও শিক্ষাবিদ।
* ১৭৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল ডিটার্স ভন ডাইটারসডর্ফ, তিনি ছিলেন অস্ট্রিয়ান বেহালাবাদক ও সুরকার।
* ১৮২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইলিয়াস বোউডিনোট, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও কন্টিনেন্টাল কংগ্রেসের ১০ম প্রেসিডেন্ট।
* ১৮৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ড্যানিয়েল ওয়েবস্টার, তিনি ছিলেন আমেরিকান আইনজীবি, রাজনীতিবিদ ও ১৪তম সেক্রেটারি অফ স্টেট।
* ১৮৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিয়ের পুভিস ডি চ্যাভনেস, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও চিত্রকর।
* ১৯৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্নস্ট বারলাচ, তিনি ছিলেন জার্মান ভাস্কর ও নাট্যকার।
* ১৯৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই রেনল্ট, তিনি ছিলেন ফরাসি প্রকৌশলী, ব্যবসায়ী ও রেনল্ট কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।
* ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিডকুন কুইস্লিং, তিনি ছিলেন নরওয়েজিয়ান সৈনিক, রাজনীতিক ও নরওয়ের রাষ্ট্রপতি।
* ১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেঞ্জ লেহার, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত হাঙ্গেরিয়ান সুরকার।
* ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কুমুদশঙ্কর রায়, তিনি ছিলেন বাঙালি চিকিৎসাবিজ্ঞানী।
* ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জি. ই. মুর, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ।
* ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকি রবিনসন, তিনি ছিলেন আমেরিকান বেসবল খেলোয়াড়।
* ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লেয়ার উইন্ডসোর, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
* ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড ওইস্ট্রাখ, তিনি ছিলেন ইউক্রেনীয় বেহালাবাদক।
* ১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাতেম আলী খান, তিনি ছিলেন একজন বাংলাদেশী বংশোদ্ভূত পাকিস্তানের যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও জাতীয় পরিষদের সাবেক সদস্য।
* ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেরজি কুকুচজকা, তিনি ছিলেন পোলিশ পর্বতারোহী।
* ১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন রোডডেনবেরি, তিনি ছিলেন আমেরিকান ক্যাপ্টেন, চিত্রনাট্যকার ও প্রযোজক।
* ১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইসমত চুগতাই, তিনি ছিলেন ভারতীয় লেখক ও চিত্রনাট্যকার।
* ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাউল হুলিয়া, তিনি ছিলেন পুয়ের্তো রিকান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।
* ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হারম্যান গ্যাভিরিয়া, তিনি ছিলেন কলম্বিয়ান ফুটবলার।
* ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রোজা পার্কস, তিনি ছিলেন আমেরিকান সমাজ কর্মী।
* ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মান্না দে, তিনি ছিলেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
* ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিরিজা দেবী, তিনি ছিলেন সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।
#২৪_অক্টোবর_এই_দিনে, #historical_events_of_October_24
Originally published at https://allbanglanewspaper.net on October 23, 2020.