২৩ মে’র এই দিনে
* আজ বিশ্ব কচ্ছপ দিবস।
* ১৮১৮ সালে এই দিনে প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ আজকের দিনে প্রথম প্রকাশিত হয়।
* ১৯৯৫ সালে এই দিনে প্রোগ্রামিং ভাষার জাভার প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
* ১০৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম ফিলিপ, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
* ১১০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিনজং, তিনি ছিলেন চীনের সং রাজবংশের নবম সম্রাট।
* ১৭০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল লিনিয়াস, তিনি ছিলেন সুইডিশ উদ্ভিদবিদ, চিকিৎসক ও জীববিজ্ঞানী।
* ১৭৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রানজ মেসমার, তিনি ছিলেন জার্মান চিকিৎসক ও জ্যোতিষ।
* ১৭৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলস ডুমন্ট ডি’রভিলি, তিনি ছিলেন ফরাসি অ্যাডমিরাল ও এক্সপ্লোরার।
* ১৭৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইগনাজ মোশাকেলিস, তিনি ছিলেন চেক পিয়ানোবাদক ও সুরকার।
* ১৮১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট ফুলার, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও সমালোচক।
* ১৮২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যামব্রোস বার্নাইড, তিনি ছিলেন আমেরিকান জেনারেল ও রাজনীতিবিদ।
* ১৮৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল-বাহ, তিনি ছিলেন ইরানী ধর্মীয় নেতা।
* ১৮৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটো লিলিয়েন্থাল, তিনি ছিলেন জার্মান পাইলট ও প্রকৌশলী।
* ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডগলাস ফাইরব্যাংকস, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
* ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হার্বার্ট মার্শাল, তিনি ছিলেন ইংরেজ ও আমেরিকান অভিনেতা ও গায়ক।
* ১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পের লেগার্কভিস্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি।
* ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন বারডিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী।
* ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসুয়া লেডারবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ও জেনেটিসিস্ট।
* ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়ান কলিন্স, তিনি ইংরেজ অভিনেত্রী।
* ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন নিউকম্বে, তিনি সাবেক অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়।
* ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নার্ড কম্রি, তিনি ব্রিটিশ ভাষাবিজ্ঞানী।
* ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান গার্সিয়া, তিনি পেরুর আইনজীবী, রাজনীতিবিদ ও ৯৩তম প্রেসিডেন্ট।
* ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনাতোলি কারপভ, তিনি দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।
* ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্রিউ কারেয়, তিনি আমেরিকান অভিনেতা ও গেম শো হোস্ট।
* ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রেইম অ্যাশলে হিক, তিনি জিম্বাবুয়ের বংশোদ্ভূত ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।
* ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়েল কিলচের, তিনি আমেরিকান গায়িকা, গীতিকার, গিটারবাদক, অভিনেত্রী ও কবি।
* ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থেওফানিস গেকাস, তিনি গ্রিক ফুটবলার।
* ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুগো আলমেইডা, তিনি পর্তুগিজ ফুটবলার।
* ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনা মেয়ার-ল্যান্ডরুট, তিনি জার্মান গায়ক ও গীতিকার।
- ১১২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম হেনরি, তিনি ছিলেন রোমান সম্রাট।
* ১৫২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ইসমাইল, তিনি ছিলেন ইরানের শাসক।
* ১৮৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওগুস্তাঁ লুই কোশি, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।
* ১৮৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওপোল্ড ফন রাঙ্কে, তিনি ছিলেন জার্মান ইতিহাসবিদ ও শিক্ষাবিদ।
* ১৯০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরিক ইবসেন, তিনি ছিলেন একজন নরওয়েজীয় নাট্যকার যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।
* ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাইনরিখ লুইটপোল্ট হিমলার, তিনি ছিলেন জার্মান সেনাপতি, রাজনীতিবিদ ও মন্ত্রী।
* ১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ক্লাউড, তিনি ছিলেন ফরাসি প্রকৌশলী ও নিয়ন আলোর উদ্ভাবক।
* ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কাজী আবদুল বাসেত, তিনি ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী ও চারুকলা বিষয়ের শিক্ষক।
* ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রোহ মু-হুন, তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার সৈনিক ও রাজনীতিক ও ৯তম প্রেসিডেন্ট।
* ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ মউস্টাকি, তিনি ছিলেন মিশরীয় বংশোদ্ভূত ফরাসি গায়ক, গীতিকার ও গিটার।
* ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ফর্ব্স ন্যাশ জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান গণিতবিদ ও শিক্ষাবিদ।
#২৩_মে_এই_দিনে, #historical_events_of_May_23
Originally published at https://allbanglanewspaper.net on May 22, 2020.