২২ আগস্টের এই দিনে

All Bangla Newspaper
3 min readAug 21, 2020

--

Mukul Chowdhury
Mukul Chowdhury

* ১৯৮৯ সালে এই দিনে নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।

* ১৬৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস পাপিন, তিনি ছিলেন ফরাসি পদার্থবিদ, গণিতবিদ ও প্রেসার কুকারের আবিষ্কারক।
* ১৮৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল পিয়েরপন্ট ল্যাংলি, তিনি ছিলেন আমেরিকান পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
* ১৮৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে প্রথম মিলন, তিনি ছিলেন সার্বিয়া।
* ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল গোটলিয়েব নিপকোও, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত জার্মান প্রকর্মী ও উদ্ভাবক।
* ১৮৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লাউড ডেবুসয়, তিনি ছিলেন ফরাসি সুরকার।
* ১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাক্স সচেলের, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও লেখক।
* ১৮৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এ কে কুমারস্বামীর, তিনি ছিলেন সিংহলি শিল্পী।
* ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম ম্যাল্ডন বিল উডফুল, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও শিক্ষাবিদ।
* ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিনি রিয়েফেন্সটাহল, তিনি ছিলেন জার্মান অভিনেত্রী ও পরিচালক।
* ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দেং জিয়াওপিং, তিনি ছিলেন চীনা সৈনিক, রাজনীতিক ও ১ম ভাইস প্রিমিয়ার।
* ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি কারটিয়ের-বরেসন, তিনি ছিলেন ফরাসি ফটোগ্রাফার ও চিত্রশিল্পী।
* ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারলহেইনয স্টোখাউসেন, তিনি ছিলেন জার্মান সুরকার ও শিক্ষাবিদ।
* ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিলমার দস সান্তোস নেভেস, তিনি ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার।
* ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনিয়ে প্রোউলক্স, তিনি আমেরিকান সাংবাদিক ও লেখক।
* ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিরঞ্জীবি, তিনি ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।
* ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার লরেন্স টেলর, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
* ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুকুল চৌধুরী, তিনি বাংলাদেশি কবি ও গীতিকার।
* ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টোরি আমস, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
* ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাটস ওয়িলান্ডের, তিনি সুইডিশ আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ।
* ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড আরমিটাগে, তিনি ইংরেজ অভিনেতা।
* ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টেন ওিগ, তিনি আমেরিকান অভিনেত্রী, কৌতুকাভিনেতা ও চিত্রনাট্যকার।
* ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আদ্রিয়ান নেভিল, তিনি ইংরেজ কুস্তিগীর।
* ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেদেরিকো মাচেডা, তিনি ইতালিয়ান ফুটবলার।
* ১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডুয়া লিপা, তিনি ইংরেজ গায়িকা ও গীতিকার।

  • ০৪০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টিলিচো, তিনি ছিলেন রোমান জেনারেল।
    * ১৩৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ষষ্ঠ ফিলিপ, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
    * ১৪৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ৩য় রিচার্ড, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
    * ১৮০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাঁ-হোনোরে ফ্র্যাগোন্যার্ড, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী।
    * ১৮১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ারেন হেস্টিংস, তিনি ছিলেন ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল।
    * ১৮৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাস লেনাউ, তিনি ছিলেন রোমানিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান কবি।
    * ১৮৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জান নেরুডা, তিনি ছিলেন চেক সাংবাদিক, লেখক ও কবি।
    * ১৯০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেট শপ্যাঁ, তিনি ছিলেন আমেরিকান লেখক।
    * ১৯২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্ডার্স যোরন, তিনি ছিলে সুইডিশ শিল্পী।
    * ১৯২২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল কলিন্স, তিনি ছিলেন আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী।
    * ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রজার মারটিন ডু গার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।
    * ১৯৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভ্লাদিমির প্রোপ, তিনি ছিলেন রাশিয়ান ভাষাতত্ত্ববিৎ ও পণ্ডিত।
    * ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুস্কেলিনো কুবিটসচেক, তিনি ছিলেন ব্রাজিলিয়ান চিকিৎসক, রাজনীতিবিদ ও ২১তম প্রেসিডেন্ট।
    * ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোমো কেনিয়াত্তা, তিনি ছিলেন কেনিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।
    * ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেলাল বায়ার, তিনি ছিলেন তুর্কি আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
    * ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টজেপান বোবেক, তিনি ছিলেন ক্রোয়েশীয় ফুটবলার ও ম্যানেজার।
    * ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার রবার্ট মরিস, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও সাংবাদিক।
    * ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেল্লাপান রামানাথান, তিনি ছিলেন সিঙ্গাপুরের ৬র্থ রাষ্ট্রপতি।

#২২_আগস্ট_এই_দিনে, #historical_events_of_august_22

Originally published at https://allbanglanewspaper.net on August 21, 2020.

--

--

All Bangla Newspaper
All Bangla Newspaper

Written by All Bangla Newspaper

All Bangla Newspaper is the popular Bangladeshi online Newspaper publisher. Searching the quality Bangladesh Newspaper, Bangla News etc.

No responses yet