১৯ সেপ্টেম্বরের এই দিনে
* আজ আন্তর্জাতিক জলদস্যুর মত কথা বলা দিবস।
* ০০৮৬ ক্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্টোনিনুস পাইস, তিনি ছিলেন রোমান সম্রাট।
* ০৮৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ষষ্ঠ লিও, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
* ১৫৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় হেনরী, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
* ১৭৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যায়ান বাপ্টিস্টে জোসেফ ডেলাম্ব্রে, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
* ১৮০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লাজোস কোসুথ, তিনি ছিলেন হাঙ্গেরীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক ও গভর্নর-প্রেসিডেন্ট।
* ১৮৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার রাকহ্যাম, তিনি ছিলেন ইংলিশ চিত্রকর।
* ১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিউসেপে সারাগাট, তিনি ছিলেন ইতালীয় রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
* ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম গোল্ডিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
* ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সেস ফার্মার, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
* ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাউলো ফ্রেয়ার, তিনি ছিলেন ব্রাজিলিয়ান দার্শনিক, তাত্ত্বিক ও শিক্ষাবিদ।
* ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিল জাটোপেক, তিনি ছিলেন চেক রানার।
* ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাসাতোশি কোশিবা, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিদ।
* ১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোজম্যারি হ্যারিস, তিনি ইংরেজ অভিনেত্রী।
* ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডাম ওয়েস্ট, তিনি আমেরিকান অভিনেতা ও ব্যবসায়ী।
* ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ম্যাককালাম, তিনি স্কটিশ অভিনেতা।
* ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ান এপস্টেইন, তিনি ছিলেন ইংলিশ ট্যালেন্ট ম্যানেজার।
* ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আল ওটার, তিনি ছিলেন আমেরিকান ডিস্ক নিক্ষেপক।
* ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাস এলিয়ট, তিনি ছিলেন আমেরিকান গায়ক।
* ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরেমি আয়রন্স, তিনি ইংরেজ অভিনেতা।
* ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টুইগি, তিনি ইংলিশ মডেল, অভিনেত্রী ও গায়িকা।
* ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হউন স্মিথ, তিনি আমেরিকান গায়ক, গিটার ও অভিনেতা।
* ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিটা ফোর্ড, তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
* ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড অ্যান্ড্রু সিম্যান, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
* ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুনিতা উইলিয়ামস, তিনি আমেরিকান ক্যাপ্টেন, পাইলট ও মহাকাশচারী।
* ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকসান্ডার কারেলিন, তিনি রাশিয়ান কুস্তিগীর ও রাজনীতিবিদ।
* ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সালমান শাহ, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।
* ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন কে জেমিসিন, তিনি আমেরিকান লেখক।
* ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টিয়ানো ডা মাটা, তিনি ব্রাজিলিয়ান রেস গাড়ি চালক।
* ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি ফ্যালোন, তিনি আমেরিকান কৌতুক অভিনেতা ও টক শো হোস্ট।
* ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড়িকা ফুজিওয়ারা, তিনি জাপানি টেনিস খেলোয়াড়।
* ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুয়ার্ডো কারভালহো, তিনি পর্তুগিজ ফুটবলার।
* ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলেনী ডানিলিডোউ, তিনি গ্রীক টেনিস খেলোয়াড়।
* ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভা মারি, তিনি আমেরিকান অভিনেত্রী, ফিটনেস মডেল ও পেশাদার কুস্তিগীর।
* ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন জেগারস, তিনি কানাডিয়ান অভিনেতা।
* ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিনি ইয়ং, তিনি কানাডিয়ান সাংবাদিক।
* ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সোং জোং-কি, তিনি দক্ষিণ কোরিয়ার অভিনেতা।
* ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল প্যানব্যাকার, তিনি আমেরিকান অভিনেত্রী।
* ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিরান ট্রিপিয়ার, তিনি ইংলিশ ফুটবলার।
* ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিয়েগো আন্টোনিও রেয়েস, তিনি মেক্সিকান ফুটবলার।
- ১৩৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গো-ডাইগো, তিনি ছিলেন জাপানের সম্রাট।
* ১৭১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওলে রয়মা, তিনি ছিলেন ডেনমার্কের জ্যোতির্বিজ্ঞানী।
* ১৮১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মায়ের আমশেল রোথচাইল্ড, তিনি ছিলেন জার্মান ব্যাংকার।
* ১৮৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্যাসপার্ড-গুস্টাভ ডে কোরিলিস, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী।
* ১৮৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস এ. গারফিল্ড, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম রাষ্ট্রপতি।
* ১৯০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাসাওকা শিকি, তিনি ছিলেন জাপানি কবি, লেখক ও সমালোচক।
* ১৯২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলিক ব্যানারম্যান, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কোচ।
* ১৯২৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল আঙ্কার, তিনি ছিলেন ডেনিশ চিত্রশিল্পী।
* ১৯৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কনস্ট্যান্টিন টিসিলোকভস্কি, তিনি ছিলেন রাশিয়ান বিজ্ঞানী ও প্রকৌশলী।
* ১৯৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে, তিনি ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রথিতযশা পন্ডিতজন।
* ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিনাইডা সেরেব্রিয়কোভা, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত ফরাসি চিত্রশিল্পী।
* ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইটালো ক্যালভিনো, তিনি ছিলেন ইতালিয়ান ঔপন্যাসিক, ছোট গল্প লেখক ও সাংবাদিক।
* ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আইনার গেরহার্ডসন, তিনি ছিলেন নরওয়ের সরকারী কর্মচারী, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।
* ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ক্যাডল প্রাইজ, তিনি ছিলেন বেলিজের প্রথম প্রধানমন্ত্রী।
* ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হিরোশি ইয়ামুচি, তিনি ছিলেন জাপানী ব্যবসায়ী।
* ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকি কলিন্স, তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক।
#১৯-সেপ্টেম্বরের_এই_দিনে #historical_events_of_september_19
Originally published at https://allbanglanewspaper.net on September 18, 2019.