১৫ অক্টোবরের এই দিনে

All Bangla Newspaper
3 min readOct 14, 2019

--

* আজ আন্তর্জাতিক হাতধোয়া দিবস।
* আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস৷ ও
* আজ আন্তর্জাতিক আত্মা দিবস।

* ১৮১৫ সালে এই দিনে সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়ন-এর নির্বাসন জীবন শুরু।

* ০০৯৯ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তিতুস লুক্রেতিউস কারুস, তিনি ছিলেন রোমান কবি ও দার্শনিক।
* ০০৭০ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, তিনি ছিলেন প্রাচীন রোমান কবি।
* ১২১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হালাকু খান, তিনি ছিলেন মঙ্গোল শাসক।
* ১২৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টেমুর খান, তিনি ছিলেন ইউয়ান রাজবংশের দ্বিতীয় সম্রাট।
* ১৫২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া মানুয়েলা, তিনি ছিলেন পর্তুগালের রাজকন্যা।
* ১৫৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জালাল উদ্দিন মোহাম্মদ আকবর, তিনি ছিলেন মোগল সম্রাট ও ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক।
* ১৬০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এভামগেলিস্টা টরিচেলি, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।
* ১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল লারমন্টভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক, কবি ও চিত্রশিল্পী।
* ১৮৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রিড্রিখ্ ভিল্হেল্ম নিটশে, তিনি ছিলেন জার্মান সুরকার, কবি ও দার্শনিক।
* ১৮৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল রেয়নাউড, তিনি ছিলেন ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ১১৮ তম প্রধানমন্ত্রী
* ১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোশে শারেট, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত ইসরায়েলি লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
* ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন কেনেথ গলব্রেইথ, তিনি ছিলেন মার্কিন অর্থনীতিবিদ।
* ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিও পুজো, তিনি ছিলেন মার্কিন কথা সাহিত্যিক।
* ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল ফুকো, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ ও দার্শনিক।
* ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড. এ পি জে আব্দুল কালাম, তিনি ভারতীয় বিজ্ঞানী ও ১১দশ রাস্ট্রপতি।
* ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার চার্লস ডোহার্টি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান সার্জন।
* ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ট্রিম্বলে, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ আইনজীবী ও রাজনীতিবিদ।
* ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সালি বেরিশা, তিনি আলবেনীয় কার্ডিওলজিস্ট, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
* ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ কামাচো, তিনি ওয়েস্ট ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার।
* ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মীরা নায়ার, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
* ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ কাম্পোস, তিনি মেক্সিক্যান ফুটবলার ও ম্যানেজার।
* ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিদিয়ের দেশোঁ, তিনি ফরাসি সাবেক ফুটবলার ও ম্যানেজার।
* ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিতর বাইয়া, তিনি পর্তুগিজ সাবেক ফুটবলার।
* ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ডি কোল, তিনি ইংরেজ ফুটবঅ।সাবেক খেলোয়াড় ও কোচ।
* ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দাভিদ ত্রেজেগে, তিনি ফরাসি ফুটবলার।
* ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল রবিনসন, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
* ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলেনা ডেমেন্টিয়েভা, তিনি রাশিয়ান টেনিস খেলোয়াড়।
* ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেসুত ওজিল, তিনি জার্মান ফুটবলার।

  • ০৮৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ল্যাম্বার্ট, তিনি ছিলেন ইতালির রাজা।
    * ০৯১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল-উমাউয়ি, তিনি ছিলেন কর্ডোবা আমিরাতের সপ্তম আমির।
    * ১৫৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রে ভেসালিআস, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত গ্রিক শারীরস্থানবিৎ, চিকিৎসক ও লেখক।
    * ১৮১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টাডেউসজ কোস্কিউসযকো, তিনি ছিলেন পোলিশ লিথুয়েনীয জেনারেল ও প্রকৌশলী।
    * ১৯১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাতা হারি, ডাচ নৃত্য শিল্পী, তিনি ছিলেন প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানীর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
    * ১৯১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শিরডি সাই বাবা, তিনি ছিলেন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির।
    * ১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেমন্ড পোয়াঁকারে, তিনি ছিলেন ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ১০ম প্রেসিডেন্ট।
    * ১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুইস কোম্পানিস ই জোভের, তিনি ছিলেন কাতালোনিয়ার আইনজীবী, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।
    * ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সের পিয়েরে লাভাল, তিনি ছিলেন ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ১০১তম প্রধানমন্ত্রী।
    * ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাস সাঙ্কারা, তিনি ছিলেন বুর্কিনার ক্যাপ্টেন, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
    * ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কনরাড এমিল ব্লচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী।
    * ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নরোদম সিহানুক, তিনি ছিলেন কম্বোডিয়ার রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
    * ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমি আন্ডেরসন, তিনি ছিলেন সুইডিশ অভিনেতা।

#১৫_অক্টোবরের_এই_দিনে #historical_events_of_october_15

Originally published at https://allbanglanewspaper.net on October 14, 2019.

--

--

All Bangla Newspaper
All Bangla Newspaper

Written by All Bangla Newspaper

All Bangla Newspaper is the popular Bangladeshi online Newspaper publisher. Searching the quality Bangladesh Newspaper, Bangla News etc.

No responses yet