১৪ ডিসেম্বরের এই দিনে
* আজ শহীদ বুদ্ধিজীবী দিবস।
* ১৫৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ট্যুকো ব্রাহে, তিনি ছিলেন ডেনিশ জ্যোতির্বিজ্ঞানী ও রসায়নবিদ।
* ১৮৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল রেনার, তিনি ছিলেন অস্ট্রীয় রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
* ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ষষ্ঠ জর্জ, তিনি ছিলেন যুক্তরাজ্যের রাজাসহ ব্রিটিশ উপনিবেশগুলোর সম্রাট ছিলেন।
* ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল এলুয়ারড, তিনি ছিলেন ফরাসি কবি ও লেখক।
* ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ট সচুসচনিগ, তিনি ছিলেন ইতালীয় অস্ট্রীয় আইনজীবী, রাজনীতিবিদ ও অস্ট্রিয়ার ১৫তম ফেডারেল চ্যান্সেলর।
* ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড লাউরি টাটম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।
* ১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল কার্সটেন্স, তিনি ছিলেন জার্মান লেফটেন্যান্ট, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
* ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাই গেন্নাদিয়েভিচ বাসভ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ও অধ্যাপক।
* ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাজ কাপুর, তিনি ছিলেন পাকিস্তান বংশোদ্ভূত ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
* ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ক্রিস্টোফার চার্লি গ্রিফিথ, তিনি বার্বাডোসের সেন্ট লুসি এলাকায় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।
* ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাটয় ডিউক, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
* ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিলমা ভানা রৌসেফ, তিনি ব্রাজিলের অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৩৬তম প্রেসিডেন্ট।
* ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাকসুদুল আলম, তিনি ছিলেন বাংলাদেশী জিনতত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট ও ছত্রাক জিনোম উদ্ভাবক।
* ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিনগের লিন, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।
* ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেলে থোরনিং-সচমিডট, তিনি ডেনিশ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪১তম প্রধানমন্ত্রী।
* ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার নুমান, তিনি ডাচ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
* ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্না মারিয়া জোপেক, তিনি পোলিশ গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
* ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পুলি সচনয়ডের, তিনি সুইস টেনিস খেলোয়াড়।
* ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সোফি মোনক, তিনি ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
* ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল জেমস ওয়েন, তিনি ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড়।
* ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিদিয়ের যোকোরা, তিনি আইভরি কোস্টের ফুটবলার।
* ১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুই আগাসিজ, তিনি সুইস বংশোদ্ভূত আমেরিকান প্রাণিবিজ্ঞানী ও ভূতত্ত্ববিদ।
* ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাকোব ব্লাসযচযয়কওস্কি, তিনি পোলিশ ফুটবলার।
* ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রয় মিয়াইচি, তিনি জাপানি ফুটবলার।
- ১৫৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম জেমস, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।
* ১৭৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল ফিলিপ ইমানুয়েল বাখ, তিনি ছিলেন জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
* ১৭৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ওয়াশিংটন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।
* ১৯০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলিয়া গ্রান্ট, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯ তম ফার্স্ট লেডি।
* ১৯৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োসেফ ব্লক, তিনি ছিলেন জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক।
* ১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টানলেয় বাল্ডওয়িন, তিনি ছিলেন ইংরেজ লেফটেন্যান্ট, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
* ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুহো কুস্টি পাসিকিভি, তিনি ছিলেন ফিনিশ আইনজীবী, রাজনীতিবিদ ও ফিনল্যান্ড ৭ম সভাপতি।
* ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শহীদুল্লাহ কায়সার, তিনি ছিলেন বাংলাদেশী লেখক ও শহীদ বুদ্ধিজীবী।
* ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুনীর চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী।
* ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোফাজ্জল হায়দার চৌধুরী, তিনি ছিলেন মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী।
* ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মহিউদ্দীন জাহাঙ্গীর, তিনি ছিলেন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।
* ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিচেন্টে আলেইক্সানড্রে আলেইক্সান্ড্রে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ কবি।
* ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রে দিমিত্রিভিচ শাখারভ, তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী ও মানবাধিকার কর্মী।
* ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিক ডুরেনমাট, তিনি ছিলেন সুইস লেখক ও নাট্যকার।
* ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার অ’টোলে, তিনি ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত আইরিশ অভিনেতা।
* ২০১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আমজাদ হোসেন, তিনি ছিলেন বাংলাদেশী অভিনেতা, লেখক ও চলচ্চিত্র পরিচালক।
#১৪_ডিসেম্বরের_এই_দিনে #historical_events_of_december_14
Originally published at https://allbanglanewspaper.net on December 13, 2019.