০৯ সেপ্টেম্বরের এই দিনে

All Bangla Newspaper
6 min readSep 8, 2021

--

* ০৫৭২ সালে এই দিনে তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়।
* ১৭৯১ সালে এই দিনে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে আমেরিকার রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি।
* ১৮৫০ সালে এই দিনে ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।
* ১৮৮১ সালে এই দিনে আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়।
* ১৯১৫ সালে এই দিনে বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।
* ১৯২০ সালে এই দিনে আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
* ১৯২৩ সালে এই দিনে প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপল্স পার্টি’ প্রতিষ্ঠা করেন।
* ১৯৩৯ সালে এই দিনে বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন।
* ১৯৬০ সালে এই দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে “সিন্ধু নদ জল চুক্তি” স্বাক্ষর।
* ১৯৬৯ সালে এই দিনে কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসী ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।
* ২০০৫ সালে এই দিনে মিশরের প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা।

* ০২১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আউরেলিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
* ০৩৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্নোরিউস, তিনি ছিলেন রোমান সম্রাট।
* ১৩৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় অ্যালবার্ট, তিনি ছিলেন অস্ট্রিয়ার ডিউক।
* ১৫৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ডিনাল রিচেলিউ, তিনি ছিলেন ফরাসি কার্ডিনাল ও রাজনীতিবিদ।
* ১৭৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইজি গালভানি, তিনি ছিলেন ইতালিয়ান চিকিৎসক ও পদার্থবিদ।
* ১৭৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম ব্লিঘ, তিনি ছিলেন ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ৪র্থ গভর্নর।
* ১৭৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লেমেনস ব্রেন্টানো, তিনি ছিলেন জার্মান কবি ও লেখক।
* ১৮২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিও তলস্তোয়, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও নাট্যকার।
* ১৮৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেড স্পফোর্থ, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার ও বণিক।
* ১৮৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিউস্টন স্টুয়ার্ট চেম্বারলাইন, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত জার্মান দার্শনিক ও লেখক।
* ১৮৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সরলা দেবী চৌধুরানী, তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী।
* ১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাক্স রেইনহার্ড, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও পরিচালক।
* ১৮৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেরজিও ওসমেনা, তিনি ছিলেন ফিলিপিনো আইনজীবী, রাজনীতিবিদ ও ফিলিপাইনের চতুর্থ রাষ্ট্রপতি।
* ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অনুরূপা দেবী, তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক।
* ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কর্নেল স্যান্ডার্স, তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী ও কেএফসি এর প্রতিষ্ঠাতা।
* ১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সৈনিক।
* ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস হিল্টন, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
* ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিজার প্যাভেস, তিনি ছিলেন ইতালিয়ান কবি ও লেখক।
* ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন গোরটন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট, রাজনীতিবিদ ও ১৯তম প্রধানমন্ত্রী।
* ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্কার লুইজি স্কালফারো, তিনি ছিলেন ইতালির আইনজীবী, রাজনীতিবিদ ও নবম রাষ্ট্রপতি।
* ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পলান সরকার, তিনি ছিলেন একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী।
* ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যান্স গেয়র্গ ডেমেল্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।
* ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক, তিনি নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক।
* ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লিফ রবার্টসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
* ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউসূফ আল-কারযাভী, তিনি মিশরীয় ইসলামি স্কলার।
* ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস লিভারপুল, তিনি ছিলেন ডোমিনিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
* ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইম তোপোল, তিনি ইসরায়েলি অভিনেতা, গায়ক ও প্রযোজক।
* ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সৈয়দ আবিদ আলী, তিনি ভারতীয় সাবেক ক্রিকেটার।
* ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওটিস রেডিং, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।
* ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস রিচি, তিনি মার্কিন প্রোগ্রামার, কম্পিটার বিজ্ঞানী ও সি প্রোগ্রামিং ভাষার জনক।
* ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুসিলো বামবাং ইয়ুধনো, তিনি ইন্দোনেশীয় জেনারেল, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
* ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম ওয়াপাট, তিনি আমেরিকান অভিনেতা ও গায়ক।
* ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিউ গ্রান্ট, তিনি ইংরেজ অভিনেতা ও প্রযোজক।
* ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্তো ডোনাডোনি, তিনি ইতালিয়ান সাবেক ফুটবলার ও পরিচালক।
* ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নীল ফেয়ারব্রাদার, তিনি ইংলিশ ক্রিকেটার।
* ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডাম স্যান্ডলার, তিনি আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।
* ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অক্ষয় কুমার, তিনি ভারতীয় অভিনেতা।
* ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোরান ভাইঞ্জিয়া, তিনি ক্রোয়েশিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
* ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল বুবলি, তিনি কানাডিয়ান গায়ক, গীতিকার ও অভিনেতা।
* ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমা ডি কোনাস, তিনি ফরাসি অভিনেত্রী।
* ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল উইলিয়ামস, তিনি আমেরিকান অভিনেত্রী।
* ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রাহাম অনিয়ন্স, তিনি ইংলিশ সাবেক ক্রিকেটার।
* ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিটোলো, তিনি স্প্যানিশ ফুটবলার।
* ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্র্যাড গুজান, তিনি আমেরিকান ফুটবল খেলোয়াড়।
* ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুকা মদরিচ, তিনি ক্রোয়েশিয়ান ফুটবলার।
* ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চামু চিভাভা, তিনি জিম্বাবুয়ের ক্রিকেটার।
* ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেয়া পেটকোভিক, তিনি জার্মান টেনিস খেলোয়াড়।
* ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আফরোজাক, তিনি ডাচ ডিজে, রেকর্ড প্রযোজক ও রিমিক্সার।
* ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসোয়া হের্ডম্যান, তিনি ইংলিশ অভিনেতা।
* ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দানিয়ালো ডি’আম্ব্রোসিও, তিনি ইতালিয়ান ফুটবলার।
* ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্কার দোস সান্তোস জুনিয়র, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

* ১০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ওলাফ, তিনি ছিলেন নরওয়ের রাজা।
* ১০৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম উইলিয়াম, তিনি ছিলেন ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা।
* ১৪৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
* ১৪৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চেঙ্গুয়া, তিনি ছিলেন চীনের সম্রাট।
* ১৫১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ জেমস, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।
* ১৫৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার ব্রুগেল দ্য এল্ডার, তিনি ছিলেন ডাচ চিত্রশিল্পী।
* ১৫৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আনা জাগিলিলোন, তিনি ছিলেন পোলিশ রানী।
* ১৮১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন সিঙ্গলেটোন কোপালি, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত ইংরেজ ঔপনিবেশিক ও চিত্রকর।
* ১৮৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অগাস্টিন পাইরামাস ডি ক্যান্ডোল, তিনি ছিলেন সুইস উদ্ভিদবিদ, মাইকোলজিস্ট ও শিক্ষাবিদ।
* ১৮৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলেস গ্রেভয়, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
* ১৮৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টেফানে মালার্মের, তিনি ছিলেন ফরাসি কবি ও সমালোচক।
* ১৯০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অঁরি দ্য তুলুজ্-লোত্রেক, তিনি ছিলেন উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।
* ১৯৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স স্পেম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান।
* ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লি ম্যাককার্টনি, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সৈনিক।
* ১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অশোক বড়ুয়া, তিনি ছিলেন বাঙালি লেখক।
* ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাও সে তুং, তিনি ছিলেন চাইনিজ কমুনিস্ট পার্টির নেতা।
* ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক এল. ওয়ার্নার, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রোডাকশন ম্যানেজার, প্রযোজক ও ওয়ার্নার ব্রস. স্টুডিওজের সহ-প্রতিষ্ঠাতা।
* ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক ল্যাকান, তিনি ছিলেন ফরাসি মনোসমীক্ষক ও মনোরোগ চিকিৎসক।
* ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল জন ফ্লোরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
* ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলা অ্যাবাগনানো, তিনি ছিলেন ইতালীয় দার্শনিক ও শিক্ষাবিদ।
* ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যামুয়েল দো, তিনি ছিলেন লাইবেরিয়ার মাঠ মার্শাল, রাজনীতিবিদ ও ২১তম রাষ্ট্রপতি।
* ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বার্গেস মেরেডিথ, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
* ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুচো বাত্তিস্তি, তিনি ছিলেন ইতালিয়ান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
* ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আহমদ শাহ মাসউদ, তিনি ছিলেন আফগান কমান্ডার, রাজনীতিবিদ ও প্রতিরক্ষা মন্ত্রী।
* ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড টেলার, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
* ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিরোজা বেগম, তিনি ছিলেন বাংলাদেশের প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী।

Originally published at https://allbanglanewspaper.net on September 8, 2021.

--

--

All Bangla Newspaper
All Bangla Newspaper

Written by All Bangla Newspaper

All Bangla Newspaper is the popular Bangladeshi online Newspaper publisher. Searching the quality Bangladesh Newspaper, Bangla News etc.

No responses yet