০৬ জুনের এই দিনে

All Bangla Newspaper
4 min readJun 5, 2020

--

* ১৮৪৪ সালে এই দিনে খ্রিস্টীয় যুবাদের দেহ মন চেতনা বিকাশের জন্য এক আন্তর্জাতিক সংস্থা ওয়াই এম সি এ বা YMCA লণ্ডনে প্রতিষ্ঠিত হয়।
* ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইকুয়েডর।
* ১৯৭৫ সালে এই দিনে বাংলাদেশে সকল বেসরকারী সংবাদপত্রের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়।

* ১৫৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিয়েগো বেলাসকেস, তিনি ছিলেন স্প্যানিশ চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
* ১৬০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়ের পিয়েরে করনেইলে, তিনি ছিলেন ফরাসি নাট্যকার ও প্রযোজক।
* ১৭৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেক্সান্দ্র সের্গেইয়েভিচ পুশকিন, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও কবি।
* ১৮৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল ফের্ডিনান্ড ব্রাউন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
* ১৮৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার লয়াপুনোভ, তিনি ছিলেন রাশিয়ান গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
* ১৮৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ফ্যালকন স্কট, তিনি ছিলেন ইংরেজ নাবিক ও এক্সপ্লোরার।
* ১৮৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালিক্স অফ হেসি, তিনি ছিলেন জার্মান রাজকন্যা ও রাশিয়ান সম্রাজ্ঞী।
* ১৮৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাউল টমাস মান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক ও সমালোচক।
* ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইটালো বাল্বো, তিনি ছিলেন ইতালিয়ান এয়ার মার্শাল ও রাজনীতিবিদ।
* ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সূকর্ণ, তিনি ছিলেন ইন্দোনেশীয় ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
* ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরাম খাচাতুরিয়ান, তিনি ছিলেন আর্মেনিয়ান সুরকার ও কন্ডাক্টর।
* ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসাইয়াহ বার্লিন, তিনি ছিলেন লাত্ভীয় বংশোদ্ভূত ইংরেজি ইতিহাসবিদ ও দার্শনিক।
* ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নীহাররঞ্জন গুপ্ত, তিনি ছিলেন ভারতীয় বাঙালি লেখক।
* ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হামানি ডিওরি, তিনি ছিলেন নাইজেরিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
* ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুইন জি ক্রেবস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।
* ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুনীল দত্ত, পাকিস্তান বংশোদ্ভূত ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।
* ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে ফ্রাঙ্ক হোমস টাইসন, ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার, সাংবাদিক ও ক্রিকেট ধারাভাষ্যকার।
* ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইনরিশ রোরার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস পদার্থবিজ্ঞানী।
* ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড এরেট স্মোলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
* ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ অ্যালেন শার্প, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।
* ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নোলি দে কাস্ত্রো, তিনি ফিলিপিনো সাংবাদিক, রাজনীতিবিদ ও সাবেক ১৪তম উপ-রাষ্ট্রপতি।
* ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইক গ্যাটিং, তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।
* ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ ভাই, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।
* ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল গিয়ামাটি, তিনি আমেরিকান অভিনেতা।
* ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুনীল জোশী, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার।
* ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল করোহ্ন-ডেহলি, তিনি ডেনিশ ফুটবলার।
* ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেবাস্টিয়ান লারসন, তিনি সুইডিশ ফুটবলার।
* ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যাভিন হয়ট, তিনি ইংরেজ বংশোদ্ভূত ত্রিনিদাদের ফুটবলার।
* ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হয়ুনা, তিনি দক্ষিণ কোরিয়ার গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী।

  • ১৭৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্যাট্রিক হেনরী, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ভার্জিনিয়া ১ম গভর্নর।
    * ১৮৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেরেমি বেন্থাম, তিনি ছিলেন ইংরেজ আইনজ্ঞ ও দার্শনিক।
    * ১৮৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিক হল্ডেরলিন, তিনি ছিলেন জার্মান কবি ও লেখক।
    * ১৮৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কামিলো বেন্সো, তিনি ছিলেন ইতালীয় রাজনীতিক ও ১ম প্রধানমন্ত্রী।
    * ১৮৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন এ. ম্যাকডোনাল্ড, তিনি ছিলেন স্কটিশ কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
    * ১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইউয়ান শিকাই, তিনি ছিলেন চীনা জেনারেল, রাজনীতিবিদ ও ২য় সভাপতি।
    * ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেরহার্ট হাউপ্টমান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক ও নাট্যকার।
    * ১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট এফ. কেনেডি, তিনি ছিলেন আমেরিকান সৈনিক, আইনজীবী, রাজনীতিবিদ ৬৪ তম মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটর্নি জেনারেল।
    * ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুমায়ুন কবির, তিনি ছিলেন বিশ শতকের বাংলা ভাষার কবি।
    * ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ডেভিস স্নেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।
    * ১৯৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়ভেস ক্লেইন, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
    * ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেয়ান ডাউসেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইমিউনোলজিস্ট।
    * ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেরোম কার্ল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

#০৬_জুন_এই_দিনে, #historical_events_of_june_06

Originally published at https://allbanglanewspaper.net on June 5, 2020.

--

--

All Bangla Newspaper
All Bangla Newspaper

Written by All Bangla Newspaper

All Bangla Newspaper is the popular Bangladeshi online Newspaper publisher. Searching the quality Bangladesh Newspaper, Bangla News etc.

No responses yet