১১ আগস্টের এই দিনে

All Bangla Newspaper
3 min readAug 10, 2019

--

১১ আগস্টের এই দিনে

* ১০৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পঞ্চম হেনরি, তিনি ছিলেন রোমান সম্রাট।
* ১৮৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারি ফ্রাসোয়া সাদী কারনট, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
* ১৮৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টিয়ান ইজকমান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ চিকিৎসক।
* ১৮৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম রিচার্ডসন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
* ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইজি ইয়শিকাওা, তিনি ছিলেন জাপানি লেখক।
* ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এনিড ব্লয়টন, তিনি ছিলেন ইংরাজ লেখক, কবি ও শিক্ষক।
* ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেক্স হেলি, তিনি ছিলেন আমেরিকান ইতিহাসবিদ ও লেখক।
* ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যারন ক্লুগ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী লিথুয়েনীয ইংরেজ রসায়নবিদ।
* ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নান্দো আরাবাল, তিনি স্প্যানিশ অভিনেতা, পরিচালক ও নাট্যকার।
* ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সালমা সোবহান, তিনি বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক ও মানবাধিকার কর্মী।
* ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান মকডিয়ারমিড, তিনি স্কটিশ অভিনেতা ও পরিচালক।
* ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফেন গ্রে ওজনিয়াক, তিনি আমেরিকান কম্পিউটার প্রকৌশলী, প্রোগ্রামার ও অ্যাপল কম্পিউটারের অন্যতম প্রতিষ্ঠাতা।
* ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুনীল শেঠি, তিনি ভারতীয় অভিনেতা ও প্রযোজক।
* ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভায়োলা ডেভিস, তিনি আমেরিকান অভিনেত্রী।
* ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিয়ানলুকা পেসোত্তো, তিনি ছিলেন ইতালীয় ফুটবলার।
* ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিও মার্টিন্স, তিনি ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়।
* ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, তিনি শ্রীলংকান বংশোদ্ভূত ভারতীয় মডেল ও অভিনেত্রী।
* ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্তিয়ান তেয়ো হেরেরা, তিনি স্প্যানিশ ফুটবলার।

  • ০৩৫৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাগ্নেন্টিউস, তিনি ছিলেন রোমান দখলকারী।
    * ১২৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মংকে খান, তিনি ছিলেন মঙ্গোলিয় সম্রাট।
    * ১৪৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন হুনয়াডি, তিনি ছিলেন হাঙ্গেরীয় জেনারেল ও রাজনীতিবিদ।
    * ১৪৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স মেম্লিং, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত বেলজিয়ান চিত্রশিল্পী।
    * ১৮৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিডিয়া কইডুলা, তিনি ছিলেন এস্তোনীয় কবি ও নাট্যকার।
    * ১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডিথ হোয়ারটন, তিনি ছিলেন আমেরিকান লেখক।
    * ১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অমলেন্দু দাশগুপ্ত, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক।
    * ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাক্স টেইলের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান আমেরিকান ভাইরাসবিদ।
    * ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলোন্‌জো চার্চ, তিনি ছিলেন মার্কিন গণিতবিদ ও যুক্তিবিদ।
    * ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুমায়ুন আজাদ, তিনি ছিলেন বাংলাদেশী লেখক ও ভাষাবিদ।
    * ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শাফায়াত জামিল বীর বিক্রম, তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
    * ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবিন উইলিয়ামস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
    * ২০১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, তিনি ছিলেন ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক।

#১১_আগস্টের_এই_দিনে #historical_events_of_august_11

Originally published at https://allbanglanewspaper.net on August 10, 2019.

--

--

All Bangla Newspaper
All Bangla Newspaper

Written by All Bangla Newspaper

All Bangla Newspaper is the popular Bangladeshi online Newspaper publisher. Searching the quality Bangladesh Newspaper, Bangla News etc.

No responses yet